শিক্ষকের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ

উপজেলা রিপোর্টার,চান্দিনা।।
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অবস্থিত চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মামুন পারভেজকে তার কুমিল্লা শহরের তালপুকুরপাড়ের বাসা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ওই খবর ছড়িয়ে পড়লে ছাত্রীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলা গেইট নামক এলাকায় অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ ৬ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্ট হয়। পরে তারা উপজেলা পরিষদ চত্বরে এসেও বিক্ষোভ প্রদর্শন করে।
চান্দিনা মহিলা কলেজের একাধিক ছাত্রী অভিযোগ করেন, এর আগে কোন প্রকার মামলা ছাড়াই কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়াকে চান্দিনার বাসা থেকে তুলে নিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। বুধবার রাতে একই কৌশলে অধ্যক্ষকে বাসা থেকে তুলে নেয় জেলা গোয়েন্দা পুলিশ। তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যাহারের বিচারসহ অধ্যক্ষের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এদিকে একইদিন বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালত-১ এর বিচারক নিশাত জাহান চৌধুরী এর আদালতে অধ্যক্ষ মামুন পারভেজকে হাজির করে গোয়েন্দা পুলিশ।
অধ্যক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম জানান, একটি মিথ্যা মামলায় অধ্যক্ষ মামুন পারভেজকে গ্রেফতার দেখানো হয়। ডিবি কার্যালয় থেকে অধ্যক্ষকে আদালতে নেওয়ার পরে আমরা শুনানির আবেদন করলে আদালত আবেদন আমলে নেননি। তাকে কারাগারে প্রেরণ করেন।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, শিক্ষার্থীদের আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে এনেছি। এরপর তারা দীর্ঘক্ষণ উপজেলা পরিষদেই ছিল। অধ্যক্ষ মামুন পারভেজ যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পায় সেই বিষয়টি আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করি।

inside post
আরো পড়ুন