আওয়ামী লীগ নেতার ফ্ল্যাট থেকে নারীসহ আটজন গ্রেফতার
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মো. আনারের একটি ফ্ল্যাট ও ছাদ থেকে পাঁচ নারী ও তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে পাঠানো হয় জেলহাজতে।
থানা পুলিশ বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয় (মডেল স্কুল) ফটকের বিপরীতে ‘হ্যালো চাইনিজ রেস্টুরেন্ট’র উপরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মো. আনারের বাড়ির একটি ফ্ল্যাট ও ছাদ থেকে গ্রেপ্তারকৃতরা হলেন ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সিনথিয়া (২৮), রুমা আক্তার (১৯), শুভ (২৬), রিফাত (২৬) এবং হৃদয় (২১)। তারা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা বলে নিশ্চিত করে পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দলের নেতার প্রভাব খাটিয়ে ফ্ল্যাট বাসায় দেহ ব্যবসা চালিয়ে আসছিলো। পরে তাদেরকে দণ্ডবিধির ২৯০ ধারা মোতাবেক প্রসিকিউশনের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোজাফফর হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পাঁচ নারী ও তিন যুবককে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরেই শেখ মো. আনার বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের নারীদেরকে এনে তার ভবনের বিভিন্ন ফ্ল্যাটে রেখে দেহ ব্যবসা করাতো। গ্রেপ্তার হবার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। ভবিষ্যতে উক্ত ভবনে যাতে এধরণের অবৈধ ব্যবসা করতে না পারে সেজন্য পুলিশি টহল বৃদ্ধিসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হবে।’