সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি 

 

inside post
প্রতিনিধি।।
সোমবার ছিল ঐতিহাসিক বেতিয়ারা দিবস।  এ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। কান্দিরপাড় পূবালী চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড শাহালম।
বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সম্পাদক পরেশ কর, সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী,  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক দেব জয়,  জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বিকাশ দেব, জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী প্রমুখ। বক্তারা সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা চালু, সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবি জানান।
সভার পর নেতৃবৃন্দ  ‘ গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই অব্যাহত রাখুন ‘ এ শ্লোগানকে  ধারণ করে র‌্যালি বের করেন। র‌্যালিটি  নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড শাহালমসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
আরো পড়ুন