ভিক্টোরিয়া কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

হাসিবুল ইসলাম সজিব।।

inside post

শিক্ষার মান উন্নয়নে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির অভিভাবকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এই মতবিনিময় আলোচনা সভায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁইয়া সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসানসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক মন্ডলী।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা–বাবাকে শিক্ষকগণের সাথে যোগাযোগ রক্ষা করে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেয়ার জন্যে অনুরোধ জানান। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।

আরো পড়ুন