বাতিসায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। রবিবার(১৫ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের আমজাদের বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি সাহাবুদ্দিন ফরায়েজি। প্রধান বক্তা বাতিসা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক হাবিব উল্লাহ। বিশেষ বক্তা ছিলেন বাতিসা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম, বাতিসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন মাস্টার।
আবুল হাসেম মেম্বারের সভাপতিত্বে শাহাদ হোসেন ও মাহফুজ ভুঁইয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক আজাদ পালোয়ান হিরন, বাতিসা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক এম এ খায়ের মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিড, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, বাতিসা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান তুহিন, বাতিসা ইউনিয়ন যুবদল আহ্বায়ক কামরুল ইসলাম ভুঁইয়া, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, সাবেক ছাত্রদল নেতা জিএম সেলিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কাজী ফরহাদ, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, উপজেলা কৃষক দল সহ-সভাপতি এস.এম জসিম, বাতিসা ইউনিয়ন শ্রমিকদল সভাপতি জয়নাল আবেদীন, বাতিসা ইউনিয়ন যুবদল সদস্য সচিব শিপন খন্দকার, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী, চিওড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, লিটন মজুমদার, আল মাসুদ বাবু, সৈয়দ আহম্মেদ, মোঃ সবুজ, কবির আহম্মেদ মজুমদার, হারেছুর রহমান মজুমদার, জসিম উদ্দিন, ছাত্রদল নেতা ফরিদ খান প্রমুখ।
এসময় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। গত ১৫ বছরে দলীয় ব্যানারে বিজয় দিবস উদযাপন করতে না দেয়ার জন্য সাবেক আওয়ামী সরকারের সমালোচনা করেন এবং বিজয় দিবস উন্মুক্তভাবে উদযাপন করার সুযোগ এনে দেয়ার জন্য ছাত্রজনতাসহ সকলকে কৃতজ্ঞতা জানান। আন্দোলনে নিহতদের আত্মার মাহফিরাত কামনা করা হয়।