বিজয় দিবসের র‍্যালি থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু

inside post
 প্রতিনিধি।।
কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার শিক্ষা প্রতিষ্ঠান সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজের প্রোগ্রাম শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকা এই দুর্ঘটনা ঘটে। সোমবার রাত ১০টায় তার নিজ বাড়ি সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বিষয়টি জানিয়েছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু।
নিহত ওই ছাত্রদল নেতা কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামের আবু তাহের সর্দারের ছেলে ফাহাদুল ইসলাম রাফি। তিনি চৌয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা রাফি। অনুষ্ঠান শেষে সাথে এক বন্ধুকে নিয়ে নিজের মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী এলাকার নিজ বাড়িতে। বেলতলী বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ড্রাম টাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু শোক প্রকাশ করে বলেন, জানাযার নামাজে বিএনপির অনেক নেতাকর্মী এসেছেন। ছাত্রদলের জন্য নিবেদিত প্রাণ রাফির মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।
আরো পড়ুন