বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও খাবার বিতরণ

আল-আমিন কিবরিয়া।।

inside post

বিজয় দিবস উপলক্ষে ৭১ ও ২৪-এর শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কুমিল্লায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মাদ্রাসার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সোমবার রাতে আদর্শ সদর উপজেলার ছোট আলমপুর জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, সংগঠক ইনজামুল হক রানা ও খিজির ফায়াজ, মুখপাত্র জাবেদ আহামেদ ভুইয়াসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশের শান্তি, ৭১ ও ২৪-এর শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু রায়হান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণের কাছে দায়বদ্ধ। আমরা জনমানুষের সাথে সম্পৃক্ত হতে চাই। বিজয় দিবস উপলক্ষে আমরা কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডে দোয়ার আয়োজন করেছি। সর্বশেষ এ মাদ্রাসায় দোয়া মাহফিল হলো। একই সাথে নগরীর ২৭টি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে। এ কর্মসূচির অংশ হিসেবে বাতাবাড়িয়ায় মেডিকেল ক্যাম্প হয়েছে। আমরা শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও সার্বিক বিষয়ে সব সময় তাদের খোঁজ-খবর রাখব। সাধারণ মানুষ যেভাবে আমাদের উপর আস্থা রেখে আন্দোলনে পাশে দাঁড়িয়ে ছিলেন, আমরা সেই ভাবে মানুষের জন্য কাজ করবো।

আরো পড়ুন