মুক্তিযোদ্ধাকে অসম্মান করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

 উপজেলা রিপোর্টার।।

inside post

মুক্তিযোদ্ধাকে অসম্মান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর শাখা। সোমবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় মিছিল করে দলের নেতাকর্মীরা। বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানিত করার মাধ্যমে দেশের সকল মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত ও স্বাধীন দেশের লাল সবুজের পতাকা অসম্মানিত করা। মূল কথা দেশের ভূখন্ডকে অসম্মানিত করা -লেখা ব্যানার নিয়ে মিছিল করে তারা। মিছিলে মুক্তিযোদ্ধার উপর হামলা কেন প্রশাসন জবাব চাই, একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবারসহ বিভিন্ন শ্লোগান দেন মিছিলকারীরা। মিছিলটি মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন আল মামুন, যুগ্ম আহ্বায়ক এম এ খায়ের মজুমদার পৌর যুবদল আহ্বায়ক হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিডসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন