বরুড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লার বরুড়া পৌরসভায় তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত । বৃহস্পতিবার বরুড়া পৌরসভা মিলনায়তনে কর্মশালার সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক নু-এমং মারমা মং।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদ শামীম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া,বরুড়া পৌরসভার প্রধান সহকারী সগির হোসেন, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সাংবাদিক মো. শরীফ উদ্দিনসহ অন্যান্যরা।
এ সময় বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ হাফেজ মাসুদুর রহমানের পিতা মোঃ অলিউল্লাহ, বরুড়া পৌরসভা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোস্তাকিন পাটোয়ারী, তৌকির আলম পাবেল।