কুমিল্লা নগরীর কাজিপাড়ায় শীতবস্ত্র বিতরণ
রোটারি ক্লাব অব কুমিল্লা রয়েলের আয়োজনে কুমিল্লা ২০নং ওয়ার্ডের কাজিপাড়া এলাকায় গত শনিবার বিকাল বেলা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রোটারি ক্লাব অব কুমিল্লা রয়েলের সভাপতি কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রোটা. মো. মনির হোসেনের সভাপতিত্বে প্রোগ্রাম চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব কুমিল্লা রয়েলের নির্বাচিত সেক্রেটারি রোটা. ড. ফারুক আহম্মেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব কুমিল্লা রয়েলের নির্বাচিত সভাপতি রোটা মোহাম্মদ আবদুল্লা আল মামুন, বর্তমান সেক্রেটারি রোটা.আয়েশা আক্তার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রোটা. মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন- মানবসেবার মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব। আজকের এই উদ্যোগ শুধু শীতবস্ত্র বিতরণ নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিকতার একটি উদাহরণ। এই ধরনের উদ্যোগ আমাদের সমাজে পারস্পরিক সহানুভূতির বন্ধনকে আরও দৃঢ় করে।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা রয়েলের সদস্য রোটা. তারেক হাসান রাসেল, রোটা. জাহিদুর রহমান রিয়াদ, রোটা. মো. জসিম উদ্দিন, সমাজ সেবক ফারুক উদ্দিন খোকন, মাহবুবুল হক। -প্রেস বিজ্ঞপ্তি।