`বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে’
বরুড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা
অফিস রিপোর্টার ||
কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং-এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার শাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া।
উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী লিটন পন্ডিত, পাবেল আহমেদ, মাহি নিরব, সাংবাদিক সলিল বিশ্বাস, সুজন মজুমদার’ প্রমুখ ।
বক্তব্যে বক্তারা বলেন, কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।
এ কর্মশালায় তরুণদের ভাবনায় সেরা বক্তব্যকারী প্রতিযগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও উপজেলার সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন। এতে প্রথমস্থান অর্জন করে সমন্বয়কারী মাহি নিরব।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নারী উদ্যোক্তারা পণ্য প্রদর্শনীয় মেলার আয়োজন করে। কর্মশালায় স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকসহ সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।