ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬৬টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে পাঁচ শতাধিক পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা খাঁন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ।
এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলায় ৫৬৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সভা থেকে প্রতিটি পূজামন্ডপে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পূজা উদযাপন নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন