‘এমবিবিএস বিডিএস ব্যতিত কেউ ডাক্তার নয়’

চিকিৎসকদের ৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ

হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) চিকিৎসকরা ৫ দফা দাবি আদায়ের লক্ষে প্রতিবাদ সমাবেশ করেছে।
রবিবার (৯মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে চিকিৎসকরা ৫টি দাবি জানান, এমবিবিএস বিডিএস ব্যতিত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না। ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করতে হবে। স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে। ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
এসময় তারা আরো বলেন, আজ রবিবার বেলা ১১ টা থেকে ১২ তারিখ পর্যন্ত সারাদেশে একসাথে সকল ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা কর্মবিরতিতে থাকবেন। এ দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে নতুন কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবে। প্রতিবাদের সাথে একত্মতা পোষণ করেন কুমেক হাসপাতালের পরিচালক, কুমেক প্রিন্সিপাল, এনডিএফ ও ড্যাবের নেতৃবৃন্দ।