ভিক্টোরিয়া কলেজ কর্মচারী কল্যাণ পরিষদ কমিটি


হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্মচারী কল্যাণ পরিষদ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ এবং কলেজ কর্মচারী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে প্রধান সহকারী মোহাম্মদ মাজহারুল আলম, সহ-সভাপতি পদে অফিস সহকারী (বেসরকারি) মাহফুজুল ইসলাম লাকী , সম্পাদক পদে হিসাবরক্ষক মো: সাইফুদ্দিন সুমন , সহ-সম্পাদক পদে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর ছিদ্দিক (সেলিম), কোষাধ্যক্ষ পদে হিসাব সহকারী ইয়াছিন মিয়া ,ক্রীড়া সম্পাদক পদে অফিস সহায়ক মো: আব্দুল হান্নান,সমাজকল্যাণ সম্পাদক পদে অফিস সহকারী (বেসরকারি) মোঃ শাহ আলম, প্রচার সম্পাদক অফিস সহায়ক মোঃ আমির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে অফিস সহকারী (বেসরকারি), মোসাম্মৎ শাহনাজ বেগম, কার্য নির্বাহী সদস্য হলেন অফিস সহকারী (বেসরকারি) দুর্জয় চন্দ্র দাস ও গাড়ি চালক (বেসরকারি) মোঃ মাহবুব আলম।
সভাপতি মোহাম্মদ মাজহারুল আলম বলেন, কলেজের কর্মচারীদের সংগঠন তাদের পাশে থেকে কলেজের উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজ করছে।
উল্লেখ্য- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্মচারী কল্যাণ পরিষদ (বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির একটি (ইউনিট)।