শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসার ৪ ছাত্রকে পাগড়ি প্রদান

কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৪ জন ছাত্র পবিত্র কুরআনে হাফেজ হওয়ায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়েছে। ২১ মার্চ শুক্রবার বাদ জুম্মা কুমিল্লা মোগলটুলী শাহসুজা মসজিদ প্রাঙ্গনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদ্রাসা ও এতিম খানা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুল আজিজ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া আরাবিয়া কাশিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক। তিনি হিফজুল কুরআন সম্পন্নকারীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং সনদপত্র বিতরণ করেন। আলোচনা করেন শাহসুজা মসজিদের বর্তমান পেশ ইমাম মুফতি খিজির আহমেদ,শিক্ষক দেলোয়ার হোসেন, হাফেজ আবুল হাসেম, হাফেজ রেদওয়ান, হাফেজ মাকসুদ আহমেদ, কাজী জসিম উদ্দিন,ছাত্র সানজিদ হাসান রাজু।
পাগড়ি প্রাপ্ত ৪ জন ছাত্র হলেন,হাফেজ এমরান হোসেন, হাফেজ আহনাফ আহমেদ ফয়সাল, হাফেজ ইমরান হোসেন ফাহিম, হাফেজ মাইনুল ইসলাম। অনুষ্ঠানে মাদরাসার নূরানী ও হেফজ বিভাগের শিক্ষার্থীরা জানাযার নামাজ পড়ার পদ্ধতি প্রদর্শন করেন। শেষে মাদ্রাসার সকল ছাত্রের মধ্যে ঈদ বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

-প্রেস বিজ্ঞপ্তি ।