দৌলতপুরে নজরুলের যত সাহিত্যকর্ম

 

inside post


মমিনুল ইসলাম মোল্লা।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে কাজী নজরুল ইসলাম বেশ কিছু বিখ্যাত কবিতা রচনা করেছিলেন। দৌলতপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও সামাজিক পরিবেশ নজরুলের সাহিত্যচর্চায় গভীর প্রভাব ফেলেছিল। এখানে তিনি প্রেম, দ্রোহ ও সাম্যবাদের নতুন মাত্রা যুক্ত করেন তাঁর রচনায়। এছাড়াও, এখানকার নার্গিস নামের এক তরুুণীর সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক তাঁর কবিতায় প্রমের নতুন দিগন্ত উন্মোচন করে। বিশেষ করে ১৯২১ সালে তার সেখানে অবস্থানকালে। এই সময়ে তিনি **”কামাল পাশা”**, **”আনোয়ার”**, **”শাত-ইল-আরব”**, **”খেয়াপারের তরণী”**, **”বেদনা”**, **”আগমনী”** প্রভৃতি গুরুত্বপূর্ণ কবিতা লিখেছেন।
– **”বিদ্রোহী”** কবিতাটি নজরুল কুমিল্লার দৌলতপুরে বসে রচনা করেছিলেন, যা বাংলা সাহিত্যে তার বিপ্লবী চেতনার অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ। – * ‘বিদ্রোহী’ কবিতা (প্রথম অংশের খসড়া): যদিও ‘বিদ্রোহী’ কবিতার চূড়ান্ত রূপ ১৯২২ সালের ডিসেম্বরে কলকাতায় প্রকাশিত হয়, ধারণা করা হয় এর প্রথম দিকের খসড়া এবং মূল ভাবনা দৌলতপুরেই শুরু হয়েছিল। এই সময়কালে তার মানসিক অস্থিরতা এবং বিদ্রোহের স্ফুলিঙ্গ এই কবিতার পেছনে কাজ করেছে।
**”কামাল পাশা”** কবিতাটিও এখানে লেখা, যা তুরস্কের কামাল আতাতুর্কের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রচিত। এই সময়ে নজরুলের সৃজনশীলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং তার অনেক বিখ্যাত রচনা এই অঞ্চলে বসেই রচিত হয়।
কাজী নজরুল ইসলাম ১৯২১ সালের এপ্রিল থেকে ১৯২২ সালের মার্চ পর্যন্ত প্রায় এগারো মাস অবস্থান করেছিলেন। এই সময়কালটি তার সাহিত্যিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি তার জীবনে প্রেম, বিদ্রোহ এবং সৃজনশীলতার এক অসাধারণ অধ্যায়। দৌলতপুরে থাকাকালীন তিনি সৈয়দা নারাগিস খানমের (পরে তার প্রথম স্ত্রী) বাড়িতে অবস্থান করেন। এখানেই তার সৃষ্টির এক বিশাল অংশ রচিত হয়। দৌলতপুরে নজরুল ইসলাম অসংখ্য গান, কবিতা, গজল ও নাটক রচনা করেছেন।
দৌলতপুর ছিল নজরুলের সৃজনশীলতার এক উর্বর ভূমি। এখানেই তিনি একাধারে প্রেমিকের আবেগ, বিদ্রোহীর তেজ এবং আধ্যাত্মিকতার গভীরতা নিয়ে সাহিত্য রচনা করেছেন, যা পরবর্তীকালে তার ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে স্থান পায়। কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে ১৯২১ সালে কবি কাজী নজরুল ইসলাম প্রায় ৭১ দিন অবস্থান করেছিলেন। এই সময়েই তিনি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রচনা করেন, যার মধ্যে রয়েছে ১৬০টি গান ও ১২০টি কবিতা।
লেখক: কবি ও শিক্ষক, কুমিল্লা ।

আরো পড়ুন