৮ দিন পর বাঁশঝাড়ে বেকারির নারী শ্রমিকের লাশ


প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের আট দিন পর হনুফা বেগম (৪৭) নামে এক বেকারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের একটি নির্জন বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। হনুফা বেগম দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত আব্দুল মজিবের স্ত্রী। তিনি চান্দিনা উপজেলা সদরের নূর বেকারিতে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার (১৫ জুলাই) দুপুরে গৌরসার গ্রামের ক্যাপ্টেন সুজাত আলীর বাড়ির দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত বাঁশঝাড়ের নিচে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে, দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের ভাই মনির হোসেন জানান, তার বোন হনুফা বেগম পার্শ্ববর্তী উপজেলা চান্দিনার নূর বেকারিতে চাকরি করতেন। গত সোমবার তিনি বাড়িতে এসে কিছুক্ষণ পর আবার বের হয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আজ দুপুরে খবর পেয়ে তিনি ও হনুফার ছেলে জুয়েল রানা এসে লাশ শনাক্ত করেন। তাদের ধারনা হনুফাকে কেউ হত্যা করে নির্জন স্থানে ফেলে যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, প্রাথমিক অবস্থায় এটাকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে লাশ মর্গে পাঠানো হবে।