উচ্ছৃঙ্খলদের তাড়ায় প্রাণ গেলো চিকিৎসকের

প্রতিনিধি।।
কুমিল্লা- চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বিজরায় উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীর তাড়া খেয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি হাসপাতালে মারা গেছেন এক চিকিৎসক।
নিহত মোঃ নাজমুল হাসান আখন্দ চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি কুমিল্লা নগরীর বাদুরতলা শিশু মঙ্গল এলাকার বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলার কালাসোনা গ্রামে। তিনি মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত। তার মৃত্যুতে চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে আসে।
স্বজনদের অভিযোগ , বুধবার বিকেলে চাঁদপুর জেলার শাহারাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন নাজমুল হাসান আখন্দ। পথে লাকসামের বিজরায় একটি মোটরবাইক তার গাড়িতে ধাক্কা দেয়। তিনি এই নিয়ে প্রতিবাদ করে আবার রওয়ানা দেন। বাইক আরোহীরা সংগঠিত হয়ে নাজমুল হাসানের চলন্ত প্রাইভেট গাড়িতে আবার ধাক্কা দেন। এতে গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। নাজমুল হাসান কিছু দূর যাওয়ার পর গাড়ির ভেতর অসুস্থ হয়ে পড়েন।
এ সময় অসুস্থ নাজমুল হাসানকে নগরীর বাদরতলায় একটি হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, কিছুদিন আগে ঘটনাস্থলে উচ্ছেদ অভিযান হয়েছে। তাই সিসিটিভি ক্যামেরা নেই। তবুও বিষয়টা তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে সম্পৃক্ত যেই হউক তাদেরকে আইনের আওতায় আনা হবে।
