কোন অনিয়মকে ছাড় দিবেন না নতুন প্রশাসক

অফিস রিপোর্টার।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ শাহ আলমের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বুধবার সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নগরীতে যানজট, সড়ক দখল, সেবা পেতে হয়রানিসহ নাগরিক সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রশাসক জানান, সড়কমুক্ত রাখতে মাঠে থাকবে কুমিল্লা সিটির ২শ’ জনবল। যারা সার্বক্ষণিক মাঠে কাজ করবেন। তিনি অঙ্গীকার করেন নগরবাসীর দুঃখ কমানোর সর্বোচ্চ চেষ্টা করবেন।
গণমাধ্যমকর্মীরা জানান, ২০১১ সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হওয়ার পর নাগরিক সেবা বৃদ্ধি পায়নি। চারবার সিটি মেয়র নির্বাচিত হলেও যানজট ও অবৈধ সড়ক দখলমুক্ত করা যায়নি। অপরিকল্পিত নগরায়নে কুমিল্লা এখন বিল্ডিং বস্তিতে রুপ নিয়েছে। অনিয়ন্ত্রিত অটোরিকশায় যানজট ও দুর্ঘটনা ঘটছে। মানুষ পঙ্গু হচ্ছে।
নবনিযুক্ত প্রশাসক মোঃ শাহ আলম জানান, সিটি করপোরেশনের সমস্যাগুলো সমাধান নিয়ে জনমত তৈরি করতে হবে। সবাই মিলে যানজট জলজট ও অবৈধ দখলদারিত্ব বন্ধে কাজ করতে হবে। সিটি করপোরেশন সে কাজটা করবে। তিনি বলেন, আমি জানি নগরীর অনেক সমস্যা রয়েছে। মানুষের অনেক চাহিদা রয়েছে। আমাদের জনবল সংকটসহ নানা সমস্যা রয়েছে। সহসা ২৪২জনের জনবল অনুমোদন হবে। তখন কাজের গতি বাড়ানো যাবে।
তিনি বলেন,আমি কুমিল্লার সন্তান। কুমিল্লা নগরীর জন্য কাজ করতে এসেছি। কোন অনিয়মকে ছাড় দিবো না। সেটা আমার দপ্তরের লোকজন হলেও ব্যবস্থা নেবো। কুমিল্লা নগরবাসীর দু:খ দূর করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুইয়া, মাঈন উদ্দিন চিশতিসহ অন্যান্য কর্মকর্তারা।

inside post
আরো পড়ুন