কুমিল্লা ক্লাবে স্নুকার ডাবলস টুর্নামেন্টের উদ্বোধন


বুধবার রাতে কুমিল্লা ক্লাবে জেড এইচ এগ্রো পার্ক স্নুকার ডাবলস টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জহিরুল হক জেন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর জেড এইচ এগ্রো পার্কের স্বত্ত্বাধিকারী কুমিল্লা ক্লাবের সদস্য জিয়াউল হক লিটু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ আতিকুল ইসলাম, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক মোঃ ওমর ফারুক শাহীন, কল্যাণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন সুমন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা ক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক মাহাবুব আলম বাবু।
এ টুর্নামেন্টে মোট ১৬জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। খেলোয়াড়রা হচ্ছেন-মোঃ আতিকুল ইসলাম ও হোসাইন মাহমুদ কামরুল জুটি, এডভোকেট মোঃ আতিকুর রহমান আব্বাসী ও পঙ্কজ কুমার সাহা জুটি, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ও মোহাম্মদ জহিরুল হক জেন্টু জুটি, ফয়সাল বারী মজুমদার মুকুল ও সাদাত হোসেন সানি জুটি, মাহাবুব আলম বাবু ও হাসান মোর্শেদ জুটি, ফয়সাল হোসেন ডিকেন্স ও ডাঃ ইমরান হামিদ জুটি, তারেক ওবাইদুল্লাহ ও মোঃ এনামুল করিম জুটি, মেহেদী হোসেন শাকিল ও আহমেদ মাহির শাহরিয়ার জুটি। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ¦ আবে হায়াত মোঃ কাউছার খান, তপন সেনগুপ্ত, জোবায়দুল হক জুয়েল, গাজীউল হক ভূইয়া সোহাগ, এডভোকেট মোঃ আশিকুর রহমান ভূইয়া, আশিকুর রহমান রানা।
-প্রেস বিজ্ঞপ্তি।