‘ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে’

inside post

কুমিল্লা আইডিয়াল কলেজে নবীন বরণ
 প্রতিনিধি।।
কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপসচিব (প্রশাসন) মাছুম মিল্লাত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক রোটারী গভর্নর দিলনাশিঁ মোহসেন, কলেজ সভাপতি শাহ মো. আলমগীর খান, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মোবারক হোসেন।
অনুষ্ঠানের বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, নিজেকে বড় করতে হলে অন্যের চেয়ে জ্ঞানী হতে হবে। সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। সর্বোপরি নিয়মিত লেখাপড়া করে ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।


ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ আব্দুল্লাহ, কানিজ ফাতেমা, মরিয়ম আক্তার, জাহেদা আক্তার, মিতু আক্তার। নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ নবীন শিক্ষার্থী সামিরা আক্তার ও মাহিমা আক্তার।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে মাতিয়ে তোলেন কুমিল্লা আইডিয়াল কলেজের সাবেক শিক্ষার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী মো. আসাদুজ্জামান অমি, কলেজ রঙিন ঘুড়ির সাবেক সাধারণ সম্পাদক স্নেহা রানী সাহা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাবেক সভাপতি সামিউল আহসান সিয়াম ও শাহাব উদ্দীন ইসলাম শিহাব।
এছাড়াও দেশের গান, আবৃত্তি, আধুনিক গান ও নাটক পরিবেশন করেন বশির উদ্দিন, সিফাত, রাশেদ, জাহেদা, মারিয়া, শিক্ষার্থী ফাইজা আফরিন নুহান, মাইশা আফরিন নুজাত, অনন্যা দেবনাথ , ফারহানা আক্তার নিহা, জান্নাতুল ফেরদৌস প্রীয়ন্তি, তানজিল ইসলাম রামিচা, মারিয়া আনোয়ার, অর্থি, নিহা, অর্পিতা, মুনতাহা, মাহি, সাবেক শিক্ষার্থী জেনিবা।

আরো পড়ুন