সাড়ে ৪ হাজার অবৈধ গ্যাসলাইনের রেগুলেটর ধ্বংস

প্রতিনিধি। 

 কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটের অভিযানে ৪ হাজার ৪৫১ টি অবৈধ  সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  যার মধ্যে মামলার আলামত হিসেবে ১০৫ টি রেখে বাকি ৪ হাজার ৩৪৬  টি রেগুলেটর  ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা নগরীর  চাপাপুর  বাখরাবাদ অফিস প্রাঙ্গণে  অবৈধ গ্যাস সংযোগের যন্ত্রপাতিগুলো রোলার দিয়ে চেপে ধ্বংস করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটের এমডি প্রকৌশলী মো. ফজলে আলম জানান, বাসাবাড়িসহ হোটেল ও বিভিন্ন কারখানায়  অবৈধ সংযোগ নেয়াসহ ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এসব ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি লিকেজ হয়ে অগ্নি দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। তাই এসব বিষয় নজরে রেখে বিভিন্ন সময়ে বাখরাবাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান করেন। এসব অভিযানে অন্তত সাড়ে ৪ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ যন্ত্রপাতিগুলো জব্দ করা হয়েছিলো। আজ সেগুলো ধ্বংস করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের  মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান ,বিপণন মহাব্যবস্থাপক (রুটিন দায়িত্ব) মোঃ আব্দুর রাজ্জাক,

কোম্পানির অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শফিউল আলম,

জন-সংযোগ ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক বিমল চন্দ্র দেবনাথ, কমন সার্ভিস এন্ড প্রটোকল ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্ট  উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ,পিএলসিসি ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক (রুটিন দায়িত্ব) প্রকৌশলী মনোজ কুমার গাইন,সেফটি এন্ড মনিটরিং শাখার ব্যবস্থাপক মোহাঃ কবিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

inside post
আরো পড়ুন