ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা,ভ্যান শ্রমিকদের সংবাদ সম্মেলন

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
সকল রিকশা শ্রমিকদের লাইসেন্স প্রদান ও পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব শাহেদ মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক নুরুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শহরে যানজটের জন্য রিকশা শ্রমিকের উপর দায় চাপিয়ে রিকশা আটক করে স্টেডিয়ামে রাখা হচ্ছে। ১৫/২০ দিন পর সেগুলোকে ছাড়া হচ্ছে। যার ফলে রিকশার ব্যাটারিগুলো অকেজো হয়ে যায়। এ যেন মরার উপর খাড়ার ঘাঁ। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই। আটককৃত সকল রিকশার মুক্তি চাই। শহরের যানজট নিরসন করতে হলে মৌলভীপাড়া থেকে পুনিয়াউট বাসস্ট্যাণ্ড পর্যন্ত রাস্তা প্রশ্বস্ত করতে হবে। মেড্ডা থেকে ভাদুঘর পর্যন্ত তিতাস নদীর পাড় দিয়ে নতুন রাস্তা নির্মাণ করতে হবে। জনবহুল এলাকায় রিকশাস্ট্যাণ্ড স্থাপন করতে হবে। সকল রিকশা চালকের রিকশার লাইসেন্স দিতে হবে এবং লাইসেন্স ফি কমাতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক আসমা খানম, শ্রমিক নেতা অজিত পাল, আল-মামুন, রোহেল খান, আফজাল মিয়া, হারুণ মিয়া, জয়নাল মিয়া, দুর্জয় চৌধুরী প্রমুখরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন