কুমিল্লা হাই স্কুলের শিক্ষক নজির আহাম্মেদের ইন্তেকাল
অফিস রিপোর্টার।।
কুমিল্লা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক নজির আহাম্মেদ (৮২) গতকাল ১৯ ডিসেম্বর সকাল ৬.১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে গয়ামবাগিচাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ যোহর চাঁন্দপুর (বউ বাজার) পশ্চিম পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা তাঁর নিজ গ্রামের বাড়ি বুড়িচং উপজেলার মীরপুর ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় । উভয় জানাজায় কুমিল্লা হাই স্কুল ও শংকুচাইল হাই স্কুলের দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সহ অসংখ্য মুসল্লি অংশ গ্রহন করে ।
উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম (মিরপুর) হাজীবাড়ি নিবাসী নজির আহাম্মেদ মাষ্টার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় – স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি ১৯৬৬ থেকে ২০১৬ পর্যন্ত শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। তাঁর বড় ছেলে ফখরুল আলম মারুফ রিলায়েন্স কারিগরি কলেজের প্রভাষক, মেজ ছেলে সাইফুল ইসলাম মাসুক সহযোগী অধ্যাপক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ছোট মেয়ের জামাতা মোহাম্মদ মোমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত।