গোমতীর চরে সরিষার হলদে হাসি, কেউ ছবি তুলছে,কেউ সেলফি

 

 

inside post

মহিউদ্দিন মোল্লা।।

কুমিল্লা জেলায় বেড়েছে সরিষার চাষ। এই তেল জাতীয় ফসলের হলুদ ফুলে বর্ণিল হয়ে উঠেছে কুমিল্লার গোমতী নদীর চর। সরিষার তেলের চাহিদা বাড়ায় এই ফসলের চাষ বেড়েছে বলে কৃষি অফিস সূত্র জানায়। গোমতীর চর ছাড়াও জেলার মুরাদনগর,চান্দিনা,সদর,বুড়িচং,হোমনাসহ বিভিন্ন উপজেলায় সরিষার চাষ হচ্ছে। গোমতী নদীর চরের সদর ও বুড়িচং উপজেলা এলাকায় বেশি সরিষার চাষ হচ্ছে।

কৃষি অফিসের সূত্রমতে,১১হাজার পাঁচশ’ হেক্টর জমিতে এবার সরিষার চাষ হয়েছে। গত বছর তা ছিলো নয় হাজার পাঁচশ’ হেক্টর। আরো এক হাজার হেক্টর জমিতে সরিষা চাষের সম্ভাবনা রয়েছে। কুমিল্লায় বারি- ৯,১৩,১৪,১৬,১৭,সম্পদ ও টরি সেভেন জাতের সরিষা চাষ হচ্ছে। বেশি চাষ হচ্ছে বারি-৯ জাতের সরিষা।

বুড়িচং উপজেলার কিং বাজেহুড়া ও বুড়বুড়িয়া গ্রামের গোমতীর চর এলাকায় গিয়ে দেখা যায়,চর জুড়ে সরিষা ফসলের হলুদ ফুলের রাজত্ব। সরিষা ফুলের ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছে। ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছি ও প্রজাপতি। মানুষ দেখে আইল ধরে নদীর দিকে পালাচ্ছে কয়েকটি শিয়াল। এদিকে চরের চোখ জুড়ানো সরিষা ফুলের সৌন্দর্য দেখতে ১০কিলোমিটার দূর কুমিল্লা নগরী থেকে মোটর সাইকেল যোগে তরুণরা এসেছে। কেউ ছবি তুলছে,কেউ সেলফি। সরিষা খেত এলাকা অনেকটা পিকনিক স্পটে রূপ নিয়েছে।

এলাকার কৃষক আবদুল মতিন জানান,২০ বছর আগে সরিষা পুরো চর জুড়ে চাষ হতো। সে জায়গা দখল করেছে আলু,কুমড়া,মিষ্টি আলু। তবে সরিষার তেলের চাহিদা বাড়ায় এবার এই ফসলের চাষ বেড়েছে। এবার ফসলের অবস্থা ভালো। শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে ভালো ফলন হতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত বলেন, এবার কুমিল্লায় এক হাজার হেক্টর জমিতে বেশি সরিষার চাষ হয়েছে। আরো এক হাজার হেক্টর জমিতে চাষের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন আসবে।

আরো পড়ুন