শ্বাসরুদ্ধকর ১২ দিন– মো. শাহেদ, রিজেন্ট হাসপাতাল
প্রথমদিন প্রচন্ড কোমরে ব্যাথা, সাথে জ্বর। সাথে সাথে করোনা টেস্ট করালাম। ফলাফল পজেটিভ আসলো। যেহেতু আমি নিজে ০২টি হাসপাতাল পরিচালনা করি তাই বাসায় না গিয়ে অফিসে আইসোলেশনে চলে গেলাম। মনোবল একটুও নষ্ট হয়নি।
প্রচন্ড মনোবল নিয়ে করোনা জয়ের জন্য নামলাম। যেদিন শ্রদ্ধেয় নেতা নাসিম ভাই, শ্রদ্ধেয় আব্দুল্লাহ্ চাচা ও স্বাস্থ্য সচিবের স্ত্রী মৃত্যুবরণ করলেন, সেদিন মনোবল একটু হারিয়ে ফেলেছিলাম। যেহেতু অহ রহই ব্লাড থমবোসিস্ ও রক্তে জমাট বাঁধার মতো ঘটনা ঘটছে। কিন্তু আমার সহকর্মীদের, আমার ডাক্তারদের পরিচর্যা আমার মনোবলের দৃঢ়তা ধরে রাখতে সহায়তা করেছে। এর মধ্যে পরিবার ও আত্বীয় স্বজনদের থেকেও পেয়েছি পূর্ণ সহযোগীতা। সকলের ফোন ধরেছি, সবার সাথেই কথা বলেছি, কাওকে নিজের ভেতরটা বুঝতে দিইনি।
আজ (১৬ জুন) দীর্ঘ ১২ দিন পর রিপোর্ট আসলো নেগেটিভ। দমবন্ধ পরিস্থিতি থেকে স্বস্তি পেলাম। সবাই দোয়া করবেন আমি যেনো পুণরায় আমার করোনা ডেডিকেটেড রিজেন্ট হাসপাতাল লিঃ কে সাথে নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি।
লেখক:
মো. শাহেদ
পরিচালক, রিজেন্ট হাসপাতাল লিঃ