অভাবের কারণে দুই সন্তানের জনক-জননীর আত্মহত্যা

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
সংসারের অভাব, একটি ইজিবাইক আর কয়টি ঋণের কিস্তির সাথে লড়ছিলেন দুই সন্তানের জনক-জননী। শেষতক অভাবের কাছে তাদের ভালোবাসাও হয়ে গেলো ফিকে! অবুঝ দু’সন্তানকে শুধু এতিম করা-ই নয়, তাদেরকে পিতৃ-মাতৃস্নেহ থেকে চিরবঞ্চিত করে আল আমিন ও জরিনার জীবনের গল্পের যবনিকা ঘটলো এক বিষাদময় মর্মান্তিকতায়। হৃদয়বিদারক এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার।
জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর এলাকার আল আমিন (২৫) ও তার স্ত্রী জরিনা বেগম (২০) রোববার (২৫ মে) রাতে একসাথে ‘কেরির ট্যাবলেট’ (পোকা নিধনের বিষ) খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন। পরিবারের লোকজন টের পেয়ে রাত ১০টার দিকে দু’জনকে উদ্ধার করে আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগেই জরিনা মারা যান। কিছুটা সময় মৃত্যুর সাথে লড়লেও রাত একটার দিকে আল আমিনও মৃত্যুর কোলে ঢলে পড়েন। আল আমিন আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের নান্নু মিয়ার পুত্র এবং তার স্ত্রী জরিনা বেগম পার্শ্ববর্তী নোয়াপাড়া গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। দাম্পত্য জীবনে তারা এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক-জননী ছিলেন। অভাবের কাছে হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে জীবন থেকে বিদাই নিলেও অবুঝ দুই সন্তানকে পিতৃ-মাতৃস্নেহ থেকে করে গেলেন চিরবঞ্চিত। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন ও সংসারের টানাপোড়েন তাদের জীবনকে প্রতিনিয়তই পোড়াচ্ছিলো। কিস্তিতে কেনা ব্যাটারিচালিত ইজিবাইকটি কয়েক দিন আগে আল আমিন বিক্রি করে দেন। তখনও দেনা রয়ে যায় ইজিবাইক কেনার কয়েকটি কিস্তি। এই কিস্তি আদায়ের চাপ, সংসারে অভাব-অনটন সবকিছু মিলিয়ে তাদের মধ্যে শুরু হয় ভীষণ দাম্পত্য কলহ। এই দু:খ, রাগ ও অপ্রাপ্তির হতাশা থেকেই তারা কেরির ট্যাবলেট খেয়ে একসাথে আত্মহননের পথ বেছে নেন। তাদের সংসারে রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে শিশু। এই অবুঝ দু’টি শিশু কেবল এতিমই হয়নি, চিরদিনের জন্য বঞ্চিত হলো পিতৃ-মাতৃস্নেহ থেকে।
আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ পাঠিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্নের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
আরো পড়ুন