অভিভাবকরা সাবধান,পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু
অফিস রিপোর্টার।।
কুমিল্লায় পৃথক স্থানে ঈদের ছুটিতে পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মনোহরগঞ্জ উপজেলার খানাতুয়া গ্রামের মুকসুদ ভুইয়ার ছেলে নাজমুল হাসান(৪) বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মারা গেছে।
সোমবার কুমিল্লার হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামে দাদার বাড়ি ও খালার বাড়িতে ঈদ করতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের। নিহতরা হলো- খোদেদাউদপুর গ্রামের আমির হোসেন খন্দকারের ছেলে আবতাহি (১৪) ও রিপন মিয়ার ছেলে শাকিব (১১)। অপরদিকে পাশর্^বর্তী বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামেরমো. ওমর ফারুকের ছেলে মো. জয়নাল আবেদিন নামের ১৭ মাসের আরেক শিশু পানিতে ডুবে মারা যায়। এদিকে শনিবার কুমিল্লার তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা অন্য ছেলেদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় ডুবে যায় তারা। তারা বড় গাজীপুর গ্রামের মো. মামুনুর রশিদ মাস্টারের ছেলে মো. সানি (৪) এবং মামুনুর রশিদ মাস্টারের ছোট ভাই প্রবাসী মো. সুমন মিয়ার ছেলে মো. আরিয়ান (সাড়ে ৩)। একই দিন বরুড়ার হোসেনপুর গ্রামের মাসুদ রানার তিন বছরের হাফসা নামের একটি মেয়ে শিশু পানিতে ডুবে মারা যায়। মেয়েটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।