কুবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর

 

অফিস রিপোর্টার।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, অনেকে বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থী গ্রুপের কথা। এটা ঠিক নয়। বিশ্ববিদ্যালয়ে আমার কোনো গ্রুপ নেই, আমি সবার। আমার উদ্দেশ্য একটাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় অন্যতম বিশ্ববিদ্যালয়ে পরিণত করা।’
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী ও কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান। সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী কমিটির সভাপতি শাহাদাত বিপ্লব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদায়ী কমিটির সভাপতি শাহাদাত বিপ্লব ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ নতুন কমিটির সভাপতি মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে কুবিসাস’র সাবেক দপ্তর সম্পাদক প্রয়াত নাজমুল সবুজের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুবিসাস’র গ্রন্থাগারের নাম ‘নাজমুল সবুজ স্মৃতি পাঠাগার’ করার ঘোষণা দেওয়া হয়।