কুমিল্লা আইডিয়াল কলেজে আবৃত্তির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজে আবৃত্তি সংসদের আয়োজনে আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এতে সভাপতিত্ব করেন। বাংলা বিভাগের প্রভাষক ও আবৃত্তি সংসদের সমন্বয়ক মো. নাজমুল হোসাইন খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন আবৃত্তি সংসদ কুমিল্লার প্রাক্তন সদস্য আনিছুর রহমান মিঠু।  অনুষ্ঠানে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— মনের প্রবল আবেগ বা অনুভূতি স্বতঃস্ফূর্ততার সাথে ছাপিয়ে যথোচিত ছন্দ ও সবোর্ত্তম শব্দের সুবিন্যস্তকরণই কবিতা। শ্রোতার সম্মুখে কোন কবিতা বা বক্তব্য আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করা একটি শিল্প। আবৃত্তি করতে হলে প্রথমে পড়তে হবে কবিতা, বুঝতে হবে কবিতা, মনে ধারণ করতে হবে কবিতা, ধারণ করতে হবে শব্দ, থাকতে হবে আবৃত্তি করার আকর্ষণীয় ভঙ্গি। আবৃত্তি প্রশিক্ষক আনিছুর রহমান মিঠু তাঁর বক্তব্যে কবিতার ভাব, মেডিটেশন, আবৃত্তির প্রয়োজনীয়তা, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির কলা কৌশল নিয়ে আলোচনা করেন। কর্মশালা শেষে ২০২৩—২০২৪ সেশনের জন্য কুমিল্লা আইডিয়াল কলেজের আবৃত্তি সংসদের কমিটি গঠন ঘোষণা করেন কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। এতে সভাপতি হাসান আল মাটি, সহ—সভাপতি রোখসানা আক্তার শান্তা, সাকিব আলম ছাবাব,  সাধারণ সম্পাদক মোসা. মানছুরা আক্তার, যুগ্ম সম্পাদক জাফরিন জাহান, আহম্মদ উল্লাহ, তাসলিমা আক্তার ইভা, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাইম উর্মি, রিতা বিশ্বাস, শিক্ষা ও পাঠাগার সম্পাদক— জয়া আক্তার মিম, সাংস্কৃতিক বিষয় সম্পাদক মো. সালমান হোসেন, সাহিত্য সম্পাদক— মাহমুদা আক্তার মুন্নি, আপ্যায়ন সম্পাদক নুসরাত জাহান নিসা, ক্রীড়া সম্পাদক তাহমিদ আব্দুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক জান্নাত আল নাইম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক— অনিক মজুমদার, নির্বাহী সদস্য আব্দুর রহমান, মোরশেদ সরকার, নুসরাত জাহান মুনিরা, উম্মে হাবিবা।-প্রেস বিজ্ঞপ্তি।
inside post
আরো পড়ুন