কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ফিরছেন অধ্যক্ষ নার্গিস আক্তার
প্রতিনিধি।।
কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তারকে যোগদানের কর্মস্থলে যোগদানের অনুরোধ করেছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাহমিদা মোস্তফা স্বাক্ষরিত এক চিঠিতে এ
বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয়ের কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুমিল্লার ১১/১২/২০২৪ খ্রি. তারিখের গভনিং বডির ৩৩তম সভার ০২ আলচ্য সূচি অনুযায়ী আপনাকে অদ্যই কর্মস্থলে যোগদান করার অনুরোধ করা হলো।
এ বিষয়ে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্তের প্রতি সব সময় আমার শ্রদ্ধা আছে। আমি যেনো সরকারের নিয়ম-নীতিমালা মেনে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারি। গত ১০ বছর শূন্য থেকে শুরু করে তিলেতিলে এ প্রতিষ্ঠান আজ এ পর্যায়ে এনেছি। জেলা প্রশাসন, সন্মানিত অভিভাবক, আমার শিক্ষার্থী ও কুমিল্লাবাসীর সহযোগীয় সেরা বিদ্যাপিঠ হবে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। বিগত বছরগুলোতে শিক্ষা-ক্রীড়া-প্রযুক্তি মেলা ও ফলাফলে এ প্রতিষ্ঠান মেধার স্বাক্ষর রেখেছে। ইনশা আল্লাহ এ অর্জনের ধারা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট অধ্যক্ষের পদত্যাগের দাবি জানায় কিছু শিক্ষার্থী। এরপর থেকে প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত আছেন এ অধ্যক্ষ।