কুমিল্লায় দুই দলে বাড়ছে মনোনয়ন প্রত্যাশী
অফিস রিপোর্টার।।
কুমিল্লার-১১টি আসনের প্রায় সব কয়টিতে আওয়ামী লীগ ও বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তারা ব্যানার- ফেস্টুন ও সভা- সেমিনারে মনোনয়ন প্রত্যাশার বিষয়টি জানান দিচ্ছেন। কোথাও দুই পক্ষ বিরোধে জড়িয়ে পড়ছেন। জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা তত বাড়ছে। এদিকে কয়েকজন এমপি এলাকায় তেমন যান না। সেখানে নতুন মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে স্বপ্ন বুনছেন এলাকাবাসী।
কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুবিদ আলী ভুইয়া এমপি,মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল আলম,কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর। এই আসনে আওয়ামী লীগের একাধিক গ্রুপ রয়েছে। মেঘনা উপজেলার প্রতিষ্ঠাতা শফিকুল আলমের তার উপজেলায় ভালো অবস্থান রয়েছে বলে জানা গেছে। বিএনপি থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নির্বাচন করবেন। জাতীয়পার্টি থেকে ছাত্র সমাজের কেন্দ্রীয় সাবেক সভাপতি জাহেদ আল মাহমুদ মাখন সরকার মনোনয়ন চাইবেন।
কুমিল্লা-২(হোমনা- তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন আওয়ামী লীগের সেলিমা আহমাদ মেরী এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ। বিএনপি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এমকে আনোয়ারের ছেলে মাহমুদ আনোয়ার কাইজার ও খালেদা জিয়া সরকারের এপিএস টু আবদুল মতিন। জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আমির হোসেন ভুঁইয়া মনোনয়ন চাইবেন। বিএনপি অধ্যুষিত এই আসনে আওয়ামী লীগের ত্যাগী নেতা আবদুল মজিদকে ঘিরে আশায় বুক বাঁধছেন নেতাকর্মীরা।
কুমিল্লা-৩(মুরাদনগর) আসনে আওয়ামী লীগের ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি,উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার মনোনয়ন চাইবেন। বিএনপি থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার পরিবর্তে ছোট ভাই কাজী শাহ মুজিবুল হকও মনোনয়ন চাইতে পারেন।
কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের রাজী ফখরুল এমপি,উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার,আমেরিকান প্রবাসী চিকিৎসক ডা.ফেরদৌস খন্দকার মনোনয়ন চাইবেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী আরও বাড়তে পারে। বিএনপি থেকে সাবেক এমপি মঞ্জুর আহসান মুন্সী,উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সী,গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল খান মনোনয়ন চাইবেন। জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন রাজু। সিপিবি থেকে সাংবাদিক আতিকুর রহমান বাশার ও ন্যাপ থেকে আইভি আহমেদ নির্বাচন করতে পারেন।
কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া)আসনে আওয়ামী লীগের আবুল হাসেম খান এমপি,চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা আবদুছ ছালাম বেগ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান মিঠু মনোনয়ন চাইবেন। এই আসনের আওয়ামী লীগের আরো আধা ডজন নেতা নিজেদের জানান দিতে দেয়ালে খুঁটিতে ব্যানার পোস্টার লাগিয়েছেন। বিএনপি থেকে সাংবাদিক শওকত মাহমুদ,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, দলের বুড়িচং সভাপতি মিজানুর রহমান মনোনয়ন চাইবেন।
কুমিল্লা-৬ (মহানগরী ও সদর উপজেলা) আওয়ামী লীগের মহানগর সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, প্রয়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা ও মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার মনোনয়ন চাইবেন। বিএনপি থেকে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আমিন-উর রশিদ ইয়াছিন, বহিষ্কৃত বিএনপি নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী মনোনয়ন চাইবেন।
কুমিল্লা-৭(চান্দিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উত্তর জেলার সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত এমপি,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু। বিএনপি থেকে উপজেলা সভাপতি আতিকুল আলম শাওন,সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম ভুঁইয়া মনোনয়ন চাইবেন। এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ নির্বাচন করবেন। জাতীয় পার্টির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান লুৎফুর রেজা খোকন মনোনয়ন চাইবেন। এ আসন বিএনপি এলডিপিকে ছেড়ে দিতে পারে।
কুমিল্লা-৮(বরুড়া) আসনে আওয়ামী লীগের নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি,উপজেলা চেয়ারম্যান মইনুল ইসলাম মনোনয়ন চাইবেন। এই দুই পক্ষ প্রায় সংঘর্ঘে জড়িয়ে পড়ছেন। বিএনপির সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন ও কেন্দ্রীয় যুবদল নেতা মোরতাজুল করিম বাদরু মনোনয়ন চাইবেন। জাতীয় পাটির সাবেক এমপি দক্ষিণ জেলার সভাপতি নুরুল ইসলাম মিলন ও উপজেলা সভাপতি ইরফান বিন তোরাব আলী মনোনয়ন চাইবেন।
কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক। বিএনপি থেকে সাবেক এমপি কর্নেল আনোয়ারুল আজিম ও বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম মনোনয়ন চাইবেন।
কুমিল্লা-১০(নাঙ্গলকোট,সদর দক্ষিণ ও লালমাই) আসনের আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এখানে নির্বাচন ঘনিয়ে এলে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বাড়তে পারে। বিএনপি থেকে সাবেক এমপি আবদুল গফুর ভুইয়া,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব চৌধুরী মনোনয়ন চাইবেন।
কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন মজিবুল হক এমপি,কেন্দ্রীয় কৃষকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মুজিবুর রহমান মিয়াজী। জামায়াতের সাবেক এমপি ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন করবেন। বিএনপি থেকে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা মনোনয়ন চাইবেন। জাতীয় পার্টি(এরশাদ)থেকে আলমগীর কবির মজুমদার, জাতীয় পার্টি(জাফর)থেকে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাতিজা কাজী নাহিদ নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে। এই আসন বিএনপি জামায়াতকে ছেড়ে দিতে পারে।