কুমেক হাসপাতালে করোনা উপসর্গে পাঁচজনের মৃত্যু

 

অফিস রিপোর্টার

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছে। তাদের সবাই পুরুষ। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে একজন এবং আইসোলেশনে চারজন মারা যান। মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে কুমিল্লার সদর উপজেলার রসুলপুর গ্রামের আসমত আলীর ছেলে মো. আলম হোসেন (৫১), কুমিল্লার লাকসাম উপজেলার নিপেল চন্দ্র দাস (৭০), কুমিল্লার লালমাই উপজেলার কেরামত আলীর ছেলে দুদু মিয়া (৭০) ও কুমিল্লার সদর উপজেলার মান্নান (৮২)। এছাড়া আইসিইউতে মারা যায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আবদুস ছোবহানের ছেলে হাসান ইমাম (৬৮)।

উল্লেখ্য, মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২০৩ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৮জন ও করোনা উপসর্গে ১৩৫ জন।