‘খেলার মাঠ না থাকায় শিশুদেরও ডায়াবেটিস’

inside post
 প্রতিনিধি।।
‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে কুমিল্লায় ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পদযাত্রা, সচেতনতা সভা ও বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  কুমিল্লা মেডিকেল কলেজে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক
ডাঃ মোঃ মাসুদ পারভেজ, উপাধ্যক্ষ ডাঃ মোঃ জাহাংগীর আলম মজুমদার, মেডিসিন বিভাগের প্রধান ডা. চিন্ময় কুমার সাহা। সভাপতিত্ব করেন ডায়াবেটিস ও হরমোন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শাহরিয়ার আহমদ মিলন। বৈজ্ঞানিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো: মুহিবুল্লাহ ও ডায়াবেটিস ও হরমোন বিভাগ সহকারী রেজিষ্ট্রার ডাঃ মোঃ আবদুল বারী রোবেল।
আলোচনায় অতিথিরা বলেন, ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৪.৩ কোটিতে এবং ২০৪৫ সালে ৭৮.৩ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এ জন্য সচেতনতার বিকল্প নেই। এখন শিশুদেরও ডায়াবেটিস। কারণ খেলার মাঠ নেই। আমরা খাবার গ্রহণে নিয়ম মেনে চলি না। জাঙ্ক ফুড বাদ দিতে হবে। প্রচুর হাঁটতে হবে।
আরো পড়ুন