খেলার মাঠে দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষ ১০জন আহত

প্রতিনিধি।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত: ১০জন আহত হয়েছেন। সোমবার উপজেলা প্রশাসন মাঠে কাবাডি ফাইনাল খেলাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়ে কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পুলিশ ও শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, সোমবার দুপুরে ৫০তম জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার
কাবাডির ফাইনাল খেলা ছিলো। এসময় দুই স্কুলের শিক্ষার্থীরা কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০জন শিক্ষার্থী আহত হয়।
বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাশ বলেন, হামলার ঘটনার আমার স্কুলের ৬ শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে বলে শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।
সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব জানান, দুই স্কুল প্রধানসহ দায়িত্বশীলদের মঙ্গলবার ডাকা হয়েছে। জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা বিষয় নিয়ে তারা বাকবিতণ্ডায় জড়ায়। তবে কি ঘটনা হয়েছিল তা বলতে পারবো না।

inside post
আরো পড়ুন