গোপন আস্তানায় বিপুল পরিমাণ মাদক, আটক-৪

 প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৪ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে (৮ মে) আলেখারচর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি যৌথ টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকায় জোনাকি হোটেলের পেছনে অভিযান করে। আটককৃতরা হলো রংপুর জেলার উপজেলার হরিচরণ লস্কর এলাকার শাহ আলমের ছেলে আল আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহিম (১৪), জগমোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে রাজিব (৩০), চাং চাং নগর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ (২৭)। তবে পালিয়ে যায় প্রধান সন্দেহভাজন মাদক ব্যবসায়ী।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪২৪ বোতল ফেন্সিডিল, ১২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪২ পিস ইয়াবা, ৭ লিটার চোলাই মদ, ১২ লিটার মদের কাঁচামাল, ১২ বোতল বিয়ার, ১ বোতল বিদেশী মদ, ৮০০ গ্রাম(বোতলসহ) সিলোফস (অ্যালুমিনিয়াম সালফাইড) নগদ ১৭,০০০ টাকা, ৮টি (অ্যান্ড্রয়েড ও বাটন) মোবাইল ফোন, ৪টি ফয়েল পেপার।
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে

inside post
আরো পড়ুন