চাঁদপুরে জাটকা নিষেধাজ্ঞায় নদীতে টহল

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর।।

inside post

  চাঁদপুরে জাটকাসহ সকল মাছ ধরার নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনার মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর ৭০ কিলোমিটার এলাকা জুড়ে নদীতে চলছে সুনসান নীরবতা। তবে এমনটি অব্যাহত দেখতে প্রশাসনিক টহল চলমান রয়েছে।

১ মার্চ শনিবার সকাল থেকেই জেলা টাস্কফোর্সের মাধ্যমে নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও প্রশাসনিক কর্মকর্তার নদী চষে বেড়িয়েছেন। যা চলবে  এপ্রিলের শেষ দিন পর্যন্ত।

এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ।

তিনি বলেন, আমরা সকাল থেকেই নদীতে নেমে পড়েছি। তবে এখন পর্যন্ত কোন জেলে বা নৌকা চোখে পড়েনি। আমরা জেলে পাড়াগুলোতে আগে থেকেই মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন সময়ে নদীতে না নামতে সতর্ক করেছি এবং এখনো করছি। আশা করছি জেলে ভাইরা সচেতন হয়েছে।নদীর এই নীরবতা এপ্রিলের শেষ দিন পর্যন্ত বজায় রাখবেন।

এসময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম,চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ ইকবালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন