চিকিৎসায় নিঃস্ব পরিবার রোজা রাখছেন খেয়ে না খেয়ে!

বাবাকে বাঁচাতে মেয়ের আকুতি
মোহাম্মদ শরীফ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার গোসাইপুর গ্রামের রেনু মিয়া ব্রেইন টিউমারে আক্রান্ত। অভাবের সংসারে বাবাকে বাঁচাতে আকুতি জানাচ্ছেন কন্যা হনুফা। মরণব্যাধি এই রোগের চিকিৎসা করাতে গিয়ে অসহায় রেনুর পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। চিকিৎসায় খরচ করে নিঃস্ব পরিবারের সদস্যরা রোজা রাখছেন খেয়ে না খেয়ে। বাবাকে বাঁচাতে পাগলপ্রায় কন্যা হনুফা মহান হৃদয়ের মানুষের সাহায্য প্রার্থনা করেছেন। পাঁচ লাখ টাকায় সম্ভব হবে রেনু মিয়ার উন্নত চিকিৎসা। রেনু মিয়ার কন্যা হনুফা মঙ্গলবার সন্ধ্যায় জানান, ‘গেলো দুই সপ্তাহ আগে বাবার মাথায় ব্রেইন টিউমার ধরা পড়ে। প্রাথমিক ভাবে আমাদের পরিবারের যা সম্বল ছিলো সব দিয়ে বাবার চিকিৎসা করিয়েছি। এখন আমরা না খেয়ে রোজা রাখছি। আমাদের সামর্থ্য নেই তাকে উন্নত চিকিৎসা করার। বাবা ক্রমে দুর্বল হয়ে পড়ছেন। তার জন্য কান্না ছাড়া আমাদের কোন উপায় নেই।’
রেনু মিয়া পেশায় একজন কৃষক। তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার অভাবের সংসার। অশ্রুমাখা চোখে চেয়ে রেনু মিয়া বলেন, ‘আল্লাহ এমন রোগ দিয়েছেন, চিকিৎসা করার তৌফিক নেই আমার। যা সম্বল ছিলো প্রাথমিক চিকিৎসাতেই শেষ। ঘরে খাবার কেনার টাকাও নেই। এ কেমন পরীক্ষায় আমাকে ফেললেন সৃষ্টিকর্তা।’
রেনু মিয়ার চিকিৎসায় সাহায্য চেয়েছে পরিবার। পরিবারের সদস্য রেনু মিয়ার কন্যার মোবাইল ফোন নম্বর- ০১৭৮৯-৮৪২৩২৮।

inside post
আরো পড়ুন