চৌদ্দগ্রামে ডাকাত সন্দেহে তিনজনকে গণধোলাই 

 

inside post

আমোদ প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে সিএনজি অটো রিকশার চালক ও স্থানীয় লোকজন। উপজেলার চিওড়া রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন সড়কে এই ঘটনা ঘটে। মহাসড়কে কর্তব্যরত চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমার নিকট রোববার গভীর রাতে তাদের হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

আটক করা হয়, নোয়াখালী কবিরহাটের জনথপুর গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ নবী(৪৫), বেগমগঞ্জ থানার কাদিরপুরের গোলাম মোস্তফার ছেলে মোঃ মাসুদ (৩৯) ও কুমিল্লার বাঙ্গরা বাজার থানার চাপিতলা গ্রামের আবদুল আজিজের ছেলে মোঃ আলিমকে (২৮)। তাদের কাছ থেকে কলো রঙের একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো-ছ-১১-১৪১০), কিরিচ, রামদা, চাপাতি, গামছা, রশি ও টর্চ লাইট উদ্ধার করা হয়। পুলিশ তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন