ছোটবেলার স্বপ্ন আজ বাস্তবে

হাসিবুল ইসলাম সজিব।।
আমি ছোটবেলা থেকেই সাংবাদিকতা পেশার প্রতি খুব আগ্রহী। ছোট বয়সে যখন খবরের কাগজে বড় বড় সাংবাদিকদের লেখা পড়তাম, মনে মনে ভাবতাম- আমিও যদি একদিন এমন করে মানুষের কথা সবার সামনে তুলে ধরতে পারতাম!
সাংবাদিকতার সবচেয়ে ভালো দিক হলো, এই পেশায় নতুন নতুন জায়গা দেখা যায়, নানান অভিজ্ঞতা হয়। ঘুরে বেড়ানো যায় কখনো শহরের রাস্তায়, কখনো গ্রামের মেঠোপথে। আবার বিস্তৃত জলরাশির বুক চিরে ছুটে চলা!
সব জায়গায় গিয়ে খবর সংগ্রহ করতে হয়। এই পেশায় মানুষের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও রয়েছে। তাদের সুখ-দুঃখের কথা শোনা যায়, জীবন ঘনিষ্ঠ গল্প জানা যায়। তাদের সমস্যার কথা তুলে ধরার মাধ্যমে সমাজে পরিবর্তন আনার একটি পথ খুলে যায়। সংবাদ প্রকাশের পর কোন মানুষ বা জনপদের উপকার এলে মনে শান্তি লাগে।
সাংবাদিকতা সত্যের পথে হাঁটার শিক্ষা দেয়। অন্যায়ের বিরুদ্ধে কলম হাতে লড়ার সাহস জোগায়। তাই ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল, আমি এমন একজন হবো, যে সত্য কথা বলে, মানুষের জন্য কাজ করে। এই স্বপ্ন নিয়েই আমি সাংবাদিকতার প্রতি আগ্রহী হয়ে উঠেছি এবং আজও সেই স্বপ্নকে হৃদয়ে লালন করছি।
লেখক: সংবাদকর্মী।

inside post
আরো পড়ুন