জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপিও দেয়া হয়েছে। ফেডারেশনের কুমিল্লা জেলা সভাপতি মো. নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মীর মো. সোহেল রানার নেতৃত্বে কর্মসূচিতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার কর্মরত কলেজ শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও শিক্ষকদের মধ্যে আরও বক্তব্য রাখেন উম্মে ছালমা সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি), মো.নূরে আলম খন্দকার (সহ-সম্পাদক), শায়লা সুলতানা, সিরাজুম মুনিরা, সাহানা আক্তার লিপি, শামীমা ছিদ্দিকা, নিলুফা আক্তার, সৈয়দ কাইজারুল ইসলাম মুহিত, মো.ইমাম হোসেন, নাহিদ সুলতানা, সুশান্ত চক্রবর্তী,জহিরুল ইসলাম, মো. মিজানুর রহমান,মো. মাহফুজুল হক,মো.আবদুল জলিল,মো.আবুল কালাম আজাদ,মাহবুব আলম,মো. হাবিবুর রহমান প্রমুখ।বক্তারা বলেন-জাতীয় বিদ্যালয়ের বর্তমান উপাচার্যের যোগদানের পর থেকেই বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন।বিশেষ করে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তিকরণে জটিলতা নিরসন,বিগত সময়ে হওয়া দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহে গভর্নিংবডি গঠনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তার সময়োপযোগী পদক্ষেপের কারণে যখন অধিভুক্ত কলেজ সমূহ সুফল পেতে শুরু করেছে,ঠিক সে সময় একটি কুচক্রি মহল এ সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করার চেষ্টা করেছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে হুমকি দিয়ে দুর্নীতি প্রতিরোধের পদক্ষেপকে নানাভাবে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপাচার্যকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তারা। একই সাথে দোষীদের শাস্তি ও বিচারের দাবি করেন।-প্রেস বিজ্ঞপ্তি।