তদন্তে দ্রুত অগ্রগতি ও পরিবারের নিরাপত্তার বিষয়ে আশ্বাস
যুবদল নেতা তৌহিদুলের মৃত্যু
প্রতিনিধি।।
কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্ত আদালত কাজ করবে বলে পরিবারকে জানিয়েছে সেনাবাহিনী। তদন্তে দ্রুত অগ্রগতি ও পরিবারের নিরাপত্তার বিষয়েও আশ্বাস দিয়েছেন তারা। এদিকে ভুল তথ্য দিয়ে তৌহিদুলকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদেরও দ্রুত বিচার দাবি করেছেন নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা।
সূত্র জানায়,কুমিল্লার যুবদল নেতা মৃত্যুর ঘটনায় তদন্ত আদালত গঠন করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনীর আহ্বানে নিহত তৌহিদুল ইসলামের পরিবারের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান।
তিনি বলেন,তদন্ত কার্যক্রম শেষ হওয়া মাত্রই বিচার প্রক্রিয়া শুরু এবং দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করা হয় পরিবারকে। তবে ভুল তথ্য ছড়িয়ে যারা তৌহিদকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।
পরিবারের সাথে দেখা করতে এসে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক বলেন, ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা রাজনৈতিক অপশক্তির ইন্ধন যা-ই হোক, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য-গত ৩১ জানুয়ারি রাতে যৌথ বাহিনীর পরিচয় কুমিল্লা সদরের ইটাল্লা গ্রামের নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় ইউনিয়ন যুবদল আহ্বায়ক তৌহিদুল ইসলামকে। পরদিন সকালে আহত তৌহিদুলকে গোমতী নদীর বেড়িবাঁধে পাওয়া যায়। উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।