দেড় দশক জাকিরে অতিষ্ঠ কুবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা
প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের অত্যাচারে প্রায় দেড় দশক ধরে অতিষ্ঠ ছিলেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এনিয়ে ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেন।
নাম প্রকাশ না করে মঙ্গলবার কয়েকজন বলেন,সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রভাব দেখিয়ে কুবিতে ঠিকাদারী,প্রভাব বিস্তারসহ নানা অপকর্ম করেন মোহাম্মদ জাকির হোসেন। প্রতিবাদ করায় তিনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের গায়েও হাত তোলেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রতিবাদের মুখে জাকির হোসেন পুলিশের কাছে সোপর্দ হন।
এ বিষয়ে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রহিম বলেন, ‘মোহাম্মদ জাকির হোসেন ছাত্র আন্দোলনে হামলার এজাহারভুক্ত আসামি। তার নামে মামলা থাকায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো. আবু রায়হান বলেন, জাকির হোসেন আন্দোলন দমনের জন্য চেষ্টা চালান। শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘জাকির হোসেনকে বলা হয়, যেন উনি আইনের কাছে সোপর্দ হন। একটা পর্যায়ে প্রক্টরিয়াল বডিসহ সবাই মিলে ওনাকে পুলিশের কাছে সোপর্দ হওয়ার অনুরোধ করি। অনুরোধের পরে সজ্ঞানে স্বেচ্ছায় তিনি পুলিশের কাছে সোপর্দ হন।’
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই লিটন বলেন, ‘তার নামে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, সদর দক্ষিণ থানায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি মোহাম্মদ জাকির হোসেন।