ধর্মপুর থেকে মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা
রিপোর্টার।।
কুমিল্লা সদরের ধর্মপুর ডিগ্রি কলেজের সামনে থেকে এক প্রবাসীর মাদ্রাসা পড়ুয়া ১৩ বছর বয়সী শিশু সন্তানকে অপহরণের চেষ্টা করা হয়।গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।
ঘটনার সূত্রে জানা যায়, চম্পকনগর এমদাদিয়া সুলতানুল উলুম মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা শিহাব হোসেন (১৩) মাদ্রাসায় যাওয়ার পথে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার পথ রোধ করে। অজ্ঞাত ব্যক্তির সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানোর কথা বলে ওই শিক্ষার্থীর মায়ের মোবাইল নাম্বার নিয়ে নেয়। ঐ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করলে পথচারীরা এসে তাকে উদ্ধার করে। অজ্ঞাতনামা ব্যক্তি ঐ শিক্ষার্থীর মাকে ফোন দিয়ে তার সন্তান দুর্ঘটনায় আহত হয়েছে বলে জানায়। তার সন্তানের চিকিৎসার জন্য ০১৩২৫৫৫৯১৯২ এই নম্বরে দ্রুত মোবাইল ফোনে টাকা পাঠাতে বলে। কিছুক্ষণ পর আবারো ফোন দিয়ে তার সন্তানের অবস্থা আশঙ্কাজনক। তাকে আই সি ইউতে ভর্তি করানোর জন্য আরও টাকা লাগবে বলেও জানায়। বেশকিছু টাকা হাতিয়ে নেয়। কিছুক্ষণ পর সন্তানকে বাসার সামনে দেখতে পান। এই ঘটনায় প্রবাসীর পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে তারা সন্তানকে মাদ্রাসায় পাঠাতে পারছেন না । ঐশিক্ষার্থীর লেখাপড়া এবং জীবন হুমকির মুখে পড়েছে বলে পরিবারটি দাবি। পরিবারটি আশঙ্কা করছে যদি তাকে অপহরণ করা হয়। এই ঘটনায় ওই শিক্ষার্থীর নানা বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরিবারটি দাবি করছেন, প্রশাসন যথাযথ তদন্তের মাধ্যমে অপহরণকারীকে শনাক্ত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। অপরাধীকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করবেন। কুমিল্লা কোতোয়ালি থানায় কথা বলে জানা যায়, পুলিশ ঘটনাটির সুষ্ঠু তদন্ত করছে। তদন্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা করছে।