`নজরুলের চেতনা আমাদের সন্তানদের মধ্যে বুনে দিতে হবে’


প্রতিনিধি।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও কথাসাহিত্যিক লতিফুল ইসলাম শিবলী বলেছেন, নজরুল হচ্ছে সেই চেতনার কবি, যেই চেতনা আপনি আপনার সন্তানের বুকের মধ্যে রোপন করে দেন তাহলে ভবিষ্যতে এই সমাজে এই দেশে এই জনপদে কখনও কোন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। এজন আমাদের আগামী বাংলাদেশ, আগামী স্বদেশভূমিকে নিরাপদ রাখতে হলে নজরুলের সাম্য প্রেম দ্রোহের চেতনাকে আমাদের সন্তানদের মধ্যে বুনে দিতে হবে।
তিনি আজ কুমিল্লায় কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট মিলনায়তনে বাংলা নববর্ষ ১৪৩২উদযাপন উপলক্ষ্যে নজরুলের বৈশাখ, দ্রোহ, প্রেম ও সাম্য শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, অতীতের মতো নয়, নতুনত্ব নিয়ে এবছর নজরুল জন্মজয়ন্তী উৎসব হবে। এবছর প্রথমবারের মত ওপেন এয়ার রক কনসার্ট হবে। জনপ্রিয় ব্যন্ড গুলো নজরুলের উদ্দীপনামূলক গানগুলো রক ফর্মে করবে। এই বিপ্লবের মূল শক্তি ছিল এই তারুণ্য। এই তারুণ্য একদিন দেশের ভবিষ্যত হবে। এবার আন্দোলনে যে কবি তারুণ্যের মাঝে বিরাজিত ছিল তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার গানের উদ্দীপনায় রাজপথে কথা বলার অধিকারের জন্য এই তারুণ্য নিজের জীবন উৎসর্গ করেছে।
ইন্সটিটিউটের পরিচালক কে.এম আল আমীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নজরুল গবেষক প্রফেসর আনোয়ারুল হক, মোঃ ফখরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের সহকারি পরিচালক মোঃ আল আমিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান নৃত্য ও আবৃত্তি উপস্থাপন করেন শিল্পীরা।