‘পণ্যে ভেজাল রোধে আমাদের বিবেকের মান বাড়াতে হবে’
প্রতিনিধি।।
পণ্যের ভেজাল রোধে,ওজন সঠিক করতে আমাদের বিবেকের মান বাড়াতে হবে। নতুবা পণ্যের মান বাড়বে না,অনিয়ম কমবে না। আমাদের মনে রাখতে হবে ভেজাল পণ্য ঘুরেফিরে আমার আপনার পরিবারে চলে আসবে। এসময় ব্যবসায়ীরা দাম বাড়াতে পণ্যের মান কমছে বলেও জানান। শনিবার বিশ্ব মান দিবস উপলক্ষ্যে কুমিল্লায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা ও কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন, বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক ও অফিস প্রধান কে এম হানিফ। অনুষ্ঠানের মুক্ত আলোচনায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,নোয়াখালী,ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার বেকারী মালিক সমিতি, ইট ভাটা মালিক সমিতি,মিষ্টি ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী মালিক সমিতিসহ বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তারা অংশ নেন। বক্তব্য রাখেন এস এম জয়নাল আবেদীন,মুজিবুর রহমান,ফরিদ আহমেদ ও ডা.সাইফুল্লাহ রাফি প্রমুখ।