পৃথিবীতে সুখ নেই !
মোঃ মেহেদী হাছান সরকার
গ্রাম ছেড়ে শহর মুখি হচ্ছে মানুষ
সুখ পেছনে ফেলে ক্রয় করছে ঘৃণা, লোভ-লালসা, ক্ষোভ,অনৈতিকতা, আসবাবপত্র!
দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলেছে,
আগের মত খবরের কাগজে কবিতা গন্ধ সুভাষ পাইনা,
পাই শুধু বিকৃত দেহের রক্তাক্ত লাশের গন্ধ!
যৌতুক দিতে না পারায়,
মৃত্যুকে আপন করতে হয়েছে হাজার নারীর!
চোখের পাতা খুলে মাকড়সা জাল দেখা হয় না
শুধু দেখি কংক্রিট মানুষের প্রতারণার সুনিপুণ জাল।
পরকীয়া প্রকাশ হওয়ার ভয়ে,
মা তার সন্তান কে করছে খুন!
ধর্ষণকারী মুক্তি পেয়ে যাচ্ছে
ছোটখাট অপরাধীদের মত
কবরে রেখে আসা লাশ কাজে লাগে সাইন্সের ছাত্রদের
রিকশা চালকের ছেলে আজ বিসিএস ক্যাডার,
তাকে তার পরিচয় জিজ্ঞেস করলে,
প্রথমে বাবার পরিচয় আড়াল করে!
মুক্ত আকাশে উড়ন্ত পাখিদের বন্দি করতে,
একদল মানুষ বন্দুক হাতে ঘুরে
কয়েদিরা হাজতে বসে মদের আড্ডা বসায়
মাস্টার্স পাস করা ছেলেটা দেখি
পাসপোর্ট অফিসের সামনে ঘুরপাক খাচ্ছে,
বিচারকগণ টাকার লোভে নির্দোষের উপর দোষ চাপিয়ে দিচ্ছে
এক জীবনে অভিযোগের পাহাড় গড়ে উঠছে আমার বুকের ভেতর
এই অন্যায়ের সমস্ত প্রতিবাদ চাপা পড়ে আছে আমার চাপা ঠোঁটের গহীনে
এই শহর নিয়ে অনেক কথা লেখার ছিলো।