`ফ্রান্স মুসলমানদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে’-
অফিস রির্পোটার।।
গতকাল বৃহস্পতিবার দুপুরের কুমিল্লার বুড়িচংয়ে আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার উদ্যােগে ফ্রান্সে প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি আবুল হোসেন আল-কাদরী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা শাহ মোঃ আবদুল জব্বার পীর ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা শাখার সাধারন সম্পাদক জননেতা গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। এছাড়া আরো বক্তব্য রাখেন জামিয়াতুর রাজা মাদরাসা উপাধ্যক্ষ ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মাদ বাইজিদ রাজা রাজাবী,বুড়িচং ইসলামীয়া সুন্নিয়া মাদ্রাসার সহকারী সুপার মাওলানা গোলাম মোস্তফা, কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কাজী নজরুল ইসলাম, গাউছিয়া কমিটি বাংলাদেশ বুড়িচং উপজেলার সাধারন সম্পাদক হাফেজ শাহজাহান সারওয়ার, বুড়িচং রহিমা খাতুন বালিকা মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা রেজাউল করিম নিজামী, মঈনীয়া যুব ফোরাম বুড়িচং উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আরিফুর রহমান ভুইয়া, , মাওলানা মোঃ ইয়াকুব আলী চিশতী,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বুড়িচং উপজেলার সহ-সভাপতি মোঃ ছালাহ উদ্দিন মামুন,মঈনীয়া নজরুলীয়া দরবার শরীফের পক্ষে মোঃ নুরুল্লাহ শিবলী, ছাত্রসেনার বুড়িচংউপজেলার সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, যুবনেতা মোঃ এবাদুল হোসেন বাদল প্রমুখ।এ সময়ে বক্তারা ফ্রান্স সরকারের ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েবলেন, ফ্রান্সের ইসলাম বিদ্বেষ ও মহা নবী সাঃ এর অবমাননায় বিশ্বের প্রায় ২শত কোটি মুসলমান ব্যথিত ও ক্ষুব্ধ। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ে
যে ক্ষত সৃষ্টি হয়েছে তা মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাইতে হবে। গত ২১শে অক্টোবর ফ্রান্সের মন্টেপলিস ও ত্বলুস শহরে সরকারী ভবনে রাষ্ট্রীয় ভাবে মহানবী সাঃ এর ব্যাঙ্গ কাটুর্ন প্রর্দশন করেছে। এই ঘটনায় বিশ্ব মুসলিম চরম ভাবে আঘাত পেয়েছে। মুসলমানদের ঈমানী ও নৈতিক দায়িত্ব হিসেবে সারা বিশ্বে ফ্রান্সের পন্য বর্জন করে এর প্রতিবাদ করতে হবে।
সমাবেশে বক্তারা আরো বলেন, বিশ্ব শান্তির দূত হযরত মহানবী সাঃ এর অবমাননা করে ফ্রান্স
মুসলমানদের কলিজায় আগুণ ধরিয়ে দিয়েছে। রাসুল সাঃ এর অবমাননা মুসলিম উম্মাহ কোন
অবস্থাতে সহ্য করতে পারে না। ফ্রান্স সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে। অন্যথায় তাদের পন্য বর্জনসহ সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে।