বজ্রপাত নিয়ন্ত্রণে কুমিল্লায় পাঁচ হাজার তালের গাছ লাগাবে ছাত্রলীগ

 

inside post

আমোদ প্রতিনিধি।।

বজ্রপাত নিয়ন্ত্রণে পাঁচ হাজার তালের গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। জেলার সাতটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সমূহে এই তালের বীজ রোপণ করবে তারা। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে শুক্রবার দেবিদ্বারে পাঁচশত তালের চারা রোপণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বিল্লাল হোসাইন, কাজী শিহাব রায়হান, সাব্বির আহমেদ পলাশ, নাজমুল হাসান, প্রণব চন্দ্র দাস, আনোয়ার হোসেন বাপ্পু, ফরহাদ হোসেন, শুভ সরকার, সাদ্দাম হোসেন, মোঃ হানিফ ও মোঃশরিফ।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, বৃটিশ আমলে বজ্রপাত নিয়ন্ত্রণের জন্য ম্যাপ করে বজ্রপাত নিয়ন্ত্রণের খুঁটি বসানো ছিল, দীর্ঘ দিন ধরে সেই সুবিধা ভোগ করে আসছিল পুরোদেশ।

সময় আর কালের বিবর্তনে এক শ্রেণীর অতিমুনাফা লোভী চক্র বিভিন্ন কৌশলে বজ্রনিরোধক খুঁটিগুলো তুলে পাচার করে দেয়। ফলে ঝড় বৃষ্টির মৌসুমে বজ্রপাতে মৃত্যুবরণসহ হতাহতের খবর যেন রুটিনে পরিণত হয়েছে।

বজ্রপাতের ভয়াবহতার হাত থেকে রক্ষা পেতে আবহাওয়া ও পরিবেশ অধিদপ্তরের গবেষণায় বড় গাছ বিশেষ করে তালগাছ বজ্রপাত নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই পরিবেশ বান্ধব দীর্ঘজীবী খ্যাত তালগাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি।

আরো পড়ুন