বরুড়ায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে

হাসিবুল ইসলাম সজিব।।

inside post

কুমিল্লার বরুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ সেপ্টেম্বর ২৫) সকালে এসিল্যান্ড আহসান হাফিজ ও পিআইও অফিসের সহকারী পিআইও মোস্তাফিজুর রহমানের মাধ্যমে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

স্থানীয়দের মতে, উপজেলার চিতড্ডা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুকুন্দপুর গ্রামের কৃষক হোসেন মিয়ার বাড়িতে রাত ৩ টার দিকে আগুন লেগে ৩টি বসতঘর এবং ৫টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ৩টি গাভী ও ২টি বলদসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শনের সময় ২টি ঘর ও ১টি গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত অবস্থায় দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট ৩০ কেজি চাল, নগদ ১৫ হাজার টাকা, শুকনা খাবার (ডাল, চিড়া, মুড়ি, তেল, চিনি ইত্যাদি) এবং ৯টি কম্বল বিতরণ করা হয়।

 

আরো পড়ুন